জ্যোতিষী শ্রী অনিকেত
পূর্ণিমা এবং অমাবস্যার সাথে জ্যোতিষ ও তন্ত্রের সম্পর্ক হাজার বছরের প্রাচীন। এক প্রাচীন দর্শন অনুসারে চন্দ্র যাদের পীড়িত তারা সব থেকে বেশি সমস্যা অনুভব করেন পূর্ণিমার নিশিতে। এর কারন এই সময়ে চন্দ্র যা আমাদের মনের কারক গ্রহ তা আমাদের সব থেকে বেশি প্রভাবিত করে।
আবার এই শ্রাবন মাস শিবের মাস যে শিব স্বয়ং তার জটায় ধারন করেছেন চন্দ্রকে। তাই আগামী কাল যে শ্রাবনী পূর্ণিমা রয়েছে তা জ্যোতিষ এবং তন্ত্রের জগতে নানা দিক দিয়ে তাৎপর্য পূর্ণ।
বিশেষ করে যাদের চন্দ্র দুর্বল এবং প্রতিকারের প্রয়োজন আছে তাদের জন্য এবং যারা বিশেষ কোনো গ্রহ গত সমস্যায় তাদের প্রত্যেকের জন্য আগামী কালের এই পূর্ণিমা গুরুত্বপূর্ণ।
প্রতি অমাবস্যায় আমি আপনাদের কল্যাণের জন্য তারাপীঠে উপস্থিত থাকি। এই বার এই শ্রাবনী পূর্ণিমায় আমার গৃহমন্দিরে মুক্তেশ্বরী দেবীর বিশেষ পুজো ও হোম যজ্ঞর আয়োজন করা হয়েছে।
এই পূর্ণিমায় আপনারা যেকোনো জ্যোতিষ ও তন্ত্র সংক্রান্ত বিষয়ে নিয়ে যোগাযোগ করতে পারেন।ভালো থাকুন।জয় মা মুক্তেশ্বরী।হর হর মহাদেব।