ভগিনী নিবেদিতার কালী প্রেম

218

জ্যোতিষী শ্রী অনিকেত

সামনেই কালী পুজো, আজ আর ভগিনী নিবেদিতার জন্মদিন, ভারতকে নিবেদিতা
কতখানি আপনার করে নিতে পেরেছিলেন, তারই এক গনগনে উদাহরণ সিস্টারের কালীপ্রেম। শ্যামা মায়ের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে এই শ্বেতাঙ্গিনী। তাঁর কালীচেতনা হয়তো শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দের পথে চলেই অবয়ব পেয়েছে, কিন্তু তার মধ্যে মিশে আছে নিবেদিতার নিজস্বতা।

নিবেদিতা ও কালীর আত্মজ-সম্পর্কের সেই তাজ্জব কাহিনির খণ্ড-বিখণ্ড রাখা আছে নিবেদিতার বক্তৃতার কপিগুলিতে, তাঁর লেখা একটি বই আর অগণন চিঠিতে। মা কালীতেই যেন ঘনীভূত ছিল তাঁর সব কাজের প্রাণশক্তি, মা কালীই গড়েছেন তাঁর শিক্ষা, সেবা, উৎসর্গ করার ক্ষমতা ও সাহসী ব্যক্তিত্ব।

তার এই কালী প্রেম তিনি পেয়েছিলেন বিবেকানন্দ ও রামকৃষ্ণ থেকে, আজীবন তিনি শিব জ্ঞানে জীব সেবা করে গেছেন, তার মা কালী ছিলো জীবন্তু ও সচল|আজ জন্মদিনের শ্রদ্ধা ও প্রনাম জানাই জানাই ভগিনী নিবেদিতাকে|