শুভ উল্টো রথ যাত্রা

98

জ্যোতিষী শ্রী অনিকেত

সকাল থেকে বহু প্রতিক্ষিত বৃষ্টি আমাদের মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। এই প্রভুর লীলা কারন আজ উল্টো রথ। প্রকৃতি যেনো জগন্নাথের রথ যাত্রার আনন্দে দুহাত ভরে উপহার।দিচ্ছে মানব জাতিকে প্রায় এক সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়ে আজ জগন্নাথ দেব তার নিজ গৃহে প্রত্যাবর্তন করেন ভাই ও বোনকে নিয়ে।

এখানেও কিছু শাস্ত্রীয় রীতি পালন হয় যেমন অধরপানা। স্বর্ণ বেশ। নীলাদ্রি বিজয় উৎসব। এতো সব শেষে আবার জগতের নাথ তার রত্ন বেদিতে ওঠেন।

এই দিন বাড়িতে বৃক্ষরোপণ করবেন।
সাধ্যমত এই বিশেষ দিনটিতে গরিব দুঃখীদের দান ধ্যান করতে পারেন।উল্টো রথের দিন রথের দড়ি অবশ্যই টানবেন । এটাই যথেষ্ট পুন্য অর্জিত হয়।যারা রথযাত্রার শুরুতে পুজো করেছেন তারা সম্ভব হলে এই দিন  বাড়িতে জগন্নাথ বলরাম এবং দেবী সুভদ্রার একসাথে থাকা মূর্তি অথবা ছবি বসিয়ে পুজো করুন।

আবার একবছরের জন্য অপেক্ষা। তবে এই অপেক্ষায় ও আনন্দ। সবাইকে উল্টো রথযাত্রার অসংখ্য শুভেচ্ছা। জয় জগন্নাথ।