জ্যোতিষী শ্রী অনিকেত
জ্যোতিষ শাস্ত্র মতে আগামী আষাঢ় অমাবস্যা বা কৃষ্ণপক্ষের অমাবস্যা বেশ কয়েকটি কারণে খুবই
গুরুত্বপূর্ণ।প্রথমেই বলে রাখি এই অমাবস্যা প্রায় অম্বুবাচি পরবর্তী সময়ে প্রত্যক্ষ হবে যার ফলে যেকোনো নতুন ও শুভ কার্যের সূচনা লগ্ন হিসেবে এই অমাবস্যা তিথিকে দেখা যেতে পারে।
আষাঢ় অমাবস্যার ঠিক একদিন আগেই শনি বক্রী হচ্ছেন যার প্রভাবে বিভিন্ন রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ভাবে অনুভব করবে।
এই অমাবস্যা স্নান ও দান করার শুভ সময় । যাদের জন্মছকে পিতৃ দোষ আছে তারা এই তিথিতে অসত্থ গাছের পুজো করলে অশুভ প্রভাব থেকে মুক্তি পায় বলে শাস্ত্রে উল্লেখ আছে।
সে নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। আপাতত বলে রাখি যাদের গ্রহ রাজ শনিদেব ভালো ফল দিচ্ছেন না। তারা এই সময়ে প্রতিকার করাতে পারেন।
এই তিথি শুরু হচ্ছে ১৭ ই আগামী জুন
শনিবার পরদিন অর্থাত ১৮ ই জুন অবধি এই অমাবস্যা তিথি থাকবে। তন্ত্র মতে এই সময়ে বহু জটিল কার্য সম্পন্ন সম্ভব।আমি নিজে তারাপীঠে থাকবো। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন। জয় তারা।দেখা হবে। যথা সময়ে।