যোগিনী একাদশীর আধ্যাত্মিক তাৎপর্য

121


সনাতন ধর্মে বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ।আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যোগিনী একাদশী পালন করা হয়।শাস্ত্র মতে এই দিন টি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য শ্রেষ্ঠ দিন।
যোগিনী একাদশীতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা শুভ বলে মনে করা হয় না তাই এই কাজটি করবেন না।
শুধু তাই নয় সব রকম কুচিন্তা ও পাপ কর্ম থেকে দূরে থাকুন। দেহে মনে পবিত্র থাকুন এবং যথা সাধ্য দান ধ্যান করুন।
আজ খুব সহজেই শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ এবং কৃপা লাভ করতে পারেন।
একাদশী তিথির সাধারণ নিয়ম গুলি পালন করার পাশাপাশি ফুলমালায় সাজানো বিষ্ণুমূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন । পুষ্পার্ঘ্যের পাশাপাশি ফল এবং মিষ্টান্ন নিবেদন করে নিজের মনোস্কামনা জানান। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে
পারেন। এতে আজ দ্রুত এবং অধিক শুভ
ফল পাবেন।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ওঁম ভগবতে বাসুদেবায় নমঃ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here