স্নান যাত্রায় প্রভু জগন্নাথ

122


সনাতন ধর্মের চার ধামের অন্যতম পুরি ধাম আজ বিশেষ একটি ঘটনার সাক্ষী হতে চলছে। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। ঠিক কবে এই স্নান যাত্রার সূচনা হয়েছিলো তা নিদ্দিষ্ট করে বলা না গেলেও এটুকু জানা যায় যে রাজা ইন্দ্রদুম্ন শুরু করে ছিলেন এই উৎসব।


আজ স্বর্ণ কুপের ১০৮ কলসী জলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা – তিন ভাইবোনই। এই সময় তাঁদের রাজবৈদ্যের চিকিৎসাধীনে আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়।চলে চিকিৎসা।
সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথযাত্রা করে মাসির বাড়ি যান। এই যাত্রা রথ যাত্রা এবং তাদের মন্দিরে ফিরে আসার উৎসবকে উল্টো রথ যাত্রা রূপে পালন করা হয়।


আজকের এই তিথি দেব স্নান পূর্ণিমা তিথি নামে পরিচিত।এই তিথিতেই প্রতিবছর জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়।শুধু পুরি নয় দেশের অন্যান্য প্রান্তে এবং বেলুড় মঠেও আজ পালিত হয় স্নান যাত্রা।
এই বছর রথযাত্রা পালিত হবে আগামী ২০ জুন রথযাত্রা পালিত হবে।রথ যাত্রা নিয়ে যথা সময়ে লিখবো। পড়তে থাকুন।ভালো থাকুন।
জয় জগন্নাথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here