জ্যোতিষী শ্রী অনিকেত
শ্রী শ্রী লোকনাথ বাবার সারা জীবন জুড়ে আছে অসংখ্য অলৌকিক ঘটনা। এমনকি তার প্রয়ান নিয়েও আছে এক জনশ্রুতি। শোনা যায় বারদীতে বসবাসকালে এক ভক্ত তার সন্তানের যক্ষ্মা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তাঁরা কাছে আসেন। বাবা লোকনাথ মৃত প্রায় ছেলের শরীরের যক্ষ্মা নিজ শরীরে ধারণ করেন। ছেলেটি ধীরে সুস্থ্য হতে থাকে অন্য দিকে লোকনাথ বাবার নিজের স্বাস্থ দ্রুত ভেঙে পড়তে থাকে এবং অবশেষে তিনি বারদির আশ্রমে দেহ রাখেন।
আজ বাবা লোকনাথেরতিরধান দিবস
১৮৯০ খ্রিষ্টাব্দের ১ জুন, ১৬০ বছর বয়সে এই
দিনেই তিনি পরলোক গমন করে ছিলেন।
অনেকের কাছেই তিনি ছিলেন সাক্ষাৎ শিব স্বরূপ, সারা জীবনে অসংখ্য ভক্ত ও শিষ্য দ্বারা পূজিত হয়েছেন তিনি এবং তার সেবা মূলক কাজ ও বাণী গুলির জন্যে তিনি সারা বিশ্বে সমাদৃত।
তিনি বলতেন – সত্য এর মত পবিত্র আর কিছু নেই, সত্যিই স্বর্গ গমন এর একমাত্র সোপান রূপ সন্দেহ নেই|তিনি আরো বলেছিলে – যে ব্যক্তি সকলের সুহৃদ। আর যিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী।
তার একটি বাণী তো আজ প্রবাদে পরিণত হয়েছে, যা যে কোনও বিপদে স্মরণ করলে সেই সমস্যা থেকে মুক্তি মেলে বলেই বিশ্বাস করেন অসংখ্য লোকনাথ ভক্ত, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করিয়ো, আমি রক্ষা করিবো” আরে শুধু বাণী নয় লোকনাথ ভক্ত দের কাছে এ এক মহা মন্ত্র|
এই মহান সাধক কে তার তিরোধান দিবসের জানাই প্রনাম ও শ্রদ্ধা। জয় বাবা লোকনাথ।