গঙ্গা দশহরার শুভেচ্ছা

80

জ্যোতিষী শ্রী অনিকেত

গঙ্গার মর্তে আগমন মর্তে ঠিক কোন তিথিতে হয়েছিলো এই নিয়ে দুটি মত আছে। কিছু শাস্ত্রজ্ঞ মনে করেন দিনটি ছিলো অক্ষয় তৃতীয়ার দিন আবার অনেকে মনে করেন আজকের তিথিতে
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা মর্তে অবতরণ করে রুক্ষ শুষ্ক বসুন্ধরায় প্রাণের সঞ্চার করে ছিলো।

গঙ্গার সঙ্গে মহাদেবের আধ্যাত্মিক সম্পর্ক পুরানে বার বার বর্ণিত হয়েছে। শাস্ত্র মতে গঙ্গার শক্তিশালী জল প্রবাহ যাতে পৃথিবীকে ধ্বংস না করে সেই জন্য দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তাঁর জটায় ধারণ করেছিলেন। পরে পৃথিবীমাতার পক্ষে সহনশীল হবে এই গতিতে ধীরে ধীরে তিনি গঙ্গাকে তাঁর জটা থেকে প্রবাহিত করেছিলেন।

তাই আজ গঙ্গা দশহারা পুজোর তিথিতে শিবপূজারও বিশেষ চল রয়েছে। এই দিন শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলে শিব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন বলে বিশ্বাস।পাশাপাশি গঙ্গায় স্নান সূর্য প্রণাম ও মা গঙ্গার উদ্দেশ্যে দশটি ফল নিবেদন করে নিজের মনোস্কামনা জানালে তা দ্রুত পূরণ হয় বলেও শাস্ত্রে আছে।

আবার স্কন্ধপুরানেও এই দিনে গঙ্গায় স্নান করে গঙ্গাকে দশটি ফুল, দশটি ফল ও দশটি প্রদীপ দিয়ে পুজো করার কথা বলা হয়েছে।

সবাইকে জানাই গঙ্গা দশহারার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মা গঙ্গা।হর হর মহাদেব।