শুভ মাতৃ দিবস

83

জ্যোতিষী শ্রী অনিকেত

বলা হয় ঈশ্বর তো আমাদের পাশে হাজির থাকতে পারেন না তাই তিনি মা সৃষ্টি করেছেন। অর্থাৎ মা ঈশ্বরের একটি রূপ আর সেই মায়েদের শ্রদ্ধা জানাতে তাদের অবদান কে স্বীকৃতি দিতে আজ অর্থাৎ মে মাসের দ্বিতীয় রবিবার ভারত-সহ আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কিছু দেশে আন্তর্জাতিক মাতৃ দিবস পালন করা হয়।

মাতৃ দিবসের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের আজ আরো একবার স্মরণ করিয়ে দিই – ১৯০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মাতৃ দিবস পালিত হয়। নিজের মা, অ্যান রিসে জারভিসের স্মৃতির উদ্দেশে অ্যানা জারভিস নামক এক মহিলা মাতৃ দিবসকে স্বীকৃত ছুটি হিসেবে পালনের পক্ষে কথা বলেন।অ্যানা মনে প্রাণে বিশ্বাস করতেন যে, মা-ই এমন একজন যিনি নিজের সন্তানের জন্য ‘পৃথিবীর অন্য কোনও ব্যক্তির তুলনায় অনেক বেশি করে থাকেন।’ অ্যান রিসে জারভিস ছিলেন এক শান্তি কর্মী ও তিন বছর আগেই তাঁর মৃত্যু হয়। পশ্চিম ভার্জিনিয়ার সেন্ট অ্যান্ড্রুস মেথডিস্ট চার্চে নিজের মায়ের একটি মেমোরিয়াল রাখেন অ্যানা। বর্তমানে এটি আন্তর্জাতিক মাতৃ দিবস শ্রাইন।বর্তমানে সারা বিশ্বে তথা ভারতেও পালিত হয় এই মাতৃ দিবস|


ভারতে মাতৃ শক্তিকে যুগ যুগ ধরে পুজো করা হচ্ছে
আমরা মনে করি নারী বা নারীর মাতৃ রূপ আদ্যা শক্তি সম। আমাদের দেশ আমাদের কাছে মা আমাদের প্রকৃতিও আমাদের কাছে মা।

আজ জগতের প্রতিটি মাকে জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা|মাতৃ দিবসের অনেক শুভেচ্ছা রইলো আপনাদের জন্য|ভালো থাকুন|সুস্থ থাকুন|মায়েদের ভালো রাখুন।