বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন

99

জ্যোতিষী শ্রী অনিকেত

যদিও গৌতম বুদ্ধের জন্ম ও মৃত্যুর সময় অনিশ্চিত। ইতিহাসবীদদের মতে যুবরাজ সিদ্ধার্থ গৌতম বর্তমান নেপালের লুম্বিনিতে ৫৬৩ সাল নাগাদ জন্মেছিলেন এবং জন্ম তিথি হিসেবে বৈশাখী পূর্ণিমা তিথিকেই স্বীকৃতি দেয়া হয় তাই সারা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা|

বৌদ্ধ মতে ধ্যান বৌদ্ধ এবং তন্ত্র বৌদ্ধ ধর্মের নানা যন্ত্র এবং পবিত্র চিন্হ আজ মানব জীবনে নানা ভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে আমরা যারা তন্ত্র এবং রেইকি জগতের সাথে যুক্ত তাদের কাছে দিনটির অপরিসীম গুরুত্ব রয়েছে।

বৈদিক বিশ্বাস মতে অনুসারে ভগবান বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তিনি এই পৃথিবীতে সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণার বার্তা শেখাতেই এসেছিলেন। তিনি শুধু একজন ধর্ম প্রবর্তক বা অবতার নন তিনি একজন আধ্যাত্মিক শিক্ষক ছিলেন যার শিক্ষায় বৌদ্ধ ধর্ম ও শান্তির আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল।

বিশ্বজুড়ে হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই বিশেষ দিন অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়|জগৎ কল্যানের জন্য আজ গৌতম বুদ্ধের কাছে প্রার্থনা জানানোর দিন|আজ শুধু তার জন্মদিন নয় তার সিদ্ধি লাভ ও হয়েছিলো এই তিথিতেই
এবং এই দিনেই বুদ্ধের মহা নির্বাণ ঘটে
বলেও অনেকে মনে করেন|একে দৈব্য ঘটনা
ছাড়া আর কি বা বলা যায়।

আসলে বুদ্ধ কোনো বিশেষ ব্যাক্তির পরিচয় নয় বুদ্ধ বলতে একটি বিশেষ আধ্যাত্বিক চেতনা পূর্ণ অবস্থাকে বোঝায় যা গৌতম বুদ্ধ লাভ করেছিলেন তার সারা জীবনব্যাপী সাধনা ও ধ্যানের মাধ্যমে|তার আদর্শ ও নীতি আমাদের মধ্যে আরো প্রসারিত হলে জগতের কল্যাণ হবে মানুষের কল্যাণ হবে|

আজ এই পুন্য তিথিতে বুদ্ধের চরণে জানাই
প্রণাম এবং শ্রদ্ধার্ঘ্য এবং আপনাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন|
ভালো থাকুন|সুস্থ থাকুন|ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here