সূর্যগ্রহন ও জ্যোতিষ শাস্ত্র

95

জ্যোতিষী শ্রী অনিকেত

আগামী কাল অর্থাৎ ২০ এপ্রিল ২০২৩, বছরের প্রথম সূর্য গ্রহণ।সব গ্রহণই জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষ শাস্ত্রে সমান ভাবে গুরুত্বপূর্ণ।কারন মহাজাগতিক এই ঘটনা আমাদের গ্রহ এবং মানব জীবনকে নানা ভাবে প্রভাবিত করে থাকে।

কালকের এই গ্রহণটি নানা দিক থেকে বিশেষ হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রের দিক দিয়ে মেষ রাশিতে এই গ্রহণ সংগঠিত হবে।গ্রহনের মুহূর্ততে মেষ রাশিতে সূর্যের সঙ্গে অবস্থান করবে বৃহস্পতি।

গ্রহণআবার অমাবস্যা যুক্ত। তাই তন্ত্র জগতেও এই গ্রহণ অতি দুর্লভ একটি যোগ তৈরী করছে।

যে সময়কালকে বলা হয় সুতক কাল। কাল সকাল ৭টা ৪ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণ ছেড়ে যাবে বেলা ১২টা ২৯ মিনিটে।অর্থাৎ এই সময় কাল সুতক কাল হিসেবে চিহ্নিত হবে।

যদিও এই গ্রহণ ভারতথেকে খালি চোখে দৃশ্যমান হওয়ার সম্ভবনা খুবই কম তবু ধর্ম ও আধ্যাত্মিকতার দেশ ভারতবর্ষে কিছু শাস্ত্রীয় বিধি পালন করা হবে সেটাই স্বাভাবিক।

বৈশাখী অমাবস্যার এই মুহূর্তে বিশেষ পুজো হোম সবই হবে। যেমন প্রতিবার আমি করে থাকি। এবং আমার পাঠকদের বা ক্লায়েন্টদের কিছু শাস্ত্রীয় বিধি নিষেধ পালন করার কথা বলতে পারি যেমন গ্রহণ কালে শুভ যাত্রা না করা। খোলা আকাশের নিচে না খাওয়া এবং অবশ্যই বাড়িতে মন্দির থাকলে তার দ্বার বন্ধ রাখা।

আবার কলম ধরবো এমনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।পড়তে থাকুন।ভালো থাকুন। প্রচন্ড এই দাবদাহতে নিরাপদ ও সচেতন থাকুন।
জয় মা মুক্তেশ্বরী।