শুভ মহাবীর জয়ন্তী

172

জ্যোতিষী শ্রী অনিকেত

প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে মহাবীর জয়ন্তী  পালিত হয়।তাই তিথি অনুসারে আজ মহাবীর জয়ন্তী।

শৈশবের তার নাম ছিল বর্ধমান। ৩০ বছর বয়সে তিনি সিংহাসন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং আধ্যাত্মিকতার পথে হাঁটেন।সারা জীবন তিনি অহিংসার বাণী প্রচার করেছেন।

আসলে আজকের দিনে এই দিনে জৈন ধর্মের লোকেরা ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মবার্ষিকী উদযাপন করা হয়।এই ভারতের পবিত্র মাটিতে মহাবীর জন্মে ছিলেন। তিনি  বিহারের কুন্দলপুরের রাজ ঘরানায় ৫৯৯ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন।

আজকের এই অসহিষ্ণুতার সময়ে। এই ধর্মীয় হানা হানীর যুগে তার জীবন দর্শন অ বাণী আমাদর নতুন করে শান্তি ও অধ্যায়ত্মিক পথে প্রেরণা যোগায়।

সবাইকে জানাই মহাবীর জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।ভালো থাকুন। শান্তি ও আধ্যাত্মিকতায় পূর্ণ হোক জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here