জ্যোতিষী শ্রী অনিকেত
এই বছর আজকের দিনে অর্থাৎ ৩০ মার্চ রাম নবমী পালন করা হচ্ছেভারতজুড়ে। এই রামনবমী সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব কারন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে জন্মে ছিলেন বিষ্ণু অবতার রাম চন্দ্র।যেহেতু
নবরাত্রির শেষ দিন তাই রামনবমী রাম নবরাত্রি হিসেবেও পরিচিত।
বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে স্বয়ং ভগবানের ত্রেতা যুগে
শ্রী রাম রূপে অবতীর্ণ হয়ে ছিলেন।
আজ সারা বিশ্বে তিনি সততা ও মূল্যবোধের প্রতীক।বহিঃবিশ্বে ভারত আর রাম যেনো
সমার্থক শব্দ। শুধু ভারত নয়। নেপাল, ইন্দো নেশিয়া শ্রীলংকা তেও তিনি আইকন। তিনি শ্রেষ্ঠ পুরুষ।
আজকের দিনে কিছু সহজ উপাচার পালন করে সৌভাগ্য লাভ করতে পারেন।ভগবান সূর্যকে অর্ঘ্য জল বা দুধের নৈবেদ্য দিন। রাম মন্দিরে হলুদ
ফুল নিবেদন করুন। রাম নবমীতে নিরামিষ
আহার করুন।প্রভু শ্রী রামের কাছে মনোস্কামনা জানিয়ে প্রার্থনা করুন। তার আশীর্বাদে আপনার সব মনোস্কামনা পূরণ হবে।
সবাইকে আমার তরফ থেকে রাম নবমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় শ্রী রাম। ভালো থাকুন। ধন্যবাদ।