138

আন্তর্জাতিক জ্যোতিষ দিবস

জ্যোতিষী শ্রী অনিকেত

বিশ্বের প্রতিটা পেশা প্রতিটা সম্পর্ক বা বিশেষ ঘটনা কে শ্রদ্ধা জানানোর জন্য একটি নিদ্দিষ্ট দিনকে উৎসর্গ করা হয়েছে। ডক্টরস ডে, ভ্যালেন্টাইন্স ডে, ফাদারস ডে। আরো কতো কি।
ঠিক তেমনই আমাদের জ্যোতিষ শাস্ত্রকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর 20 বা 21 মার্চ পালন হয় আন্তর্জাতিক জ্যোতিষ দিবস।

শুরুটা হয়েছিলো 1993 সালে, Association for Astrological Networking বা সংক্ষেপে AAN প্রথম পালন করেছিলো এই আন্তর্জাতিক জ্যোতিষ দিবস পালন তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা, এখন তো প্রায় সব দেশেই পালিত হয়, যদিও কখনো 21 এ মার্চ আবার কখনো 20 এ মার্চ, আসলে 19 থেকে 22 e মার্চের মধ্যে থাকে দিনটা এবং তা স্থির হয় রাশি চক্রের সূচনা অনুসারে |

আজ 20 এ মার্চ, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইন্টার ন্যাশনাল ওয়ার্ল্ড অস্ট্রোলোজি ডে, ঠিক একটি নিদ্দিষ্ট দিনে নারী দিবস বা মাতৃ দিবস পালন করে যেমন সমগ্র নারী জাতীর প্রতি বা বিশ্বের সব মেয়েদের প্রতি শ্রদ্ধা জানানো হয় তেমনই আজকের দিনটা জ্যোতিষ পেশা কে উৎসর্গ করা হয়েছে, প্রত্যেক জ্যোতিষী , জ্যোতিষ প্রেমী ও জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী মানুষের কাছে আজকের দিনটা বিশেষ দিন।

আজ জ্যোতিষ শাস্ত্রের দিন।আমি গর্বিত আমি জ্যোতিষী, এই মহান পেশায় থাকতে পেরে আমি ধন্য|সব জ্যোতিষী ও জ্যোতিষ প্রেমী মানুষ এবং আমার সব অনুরাগীদের জানাই আন্তর্জাতিক বিশ্ব জ্যোতিষ দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন|জ্যোতিষ শাস্ত্রের সাথে থাকুন। ভালো থাকুন।ধন্যবাদ।