জ্যোতিষী শ্রী অনিকেত
জ্যোতিষ শাস্ত্রের সাথে গভীর সম্পর্ক আছে রঙের।প্রতিটি গ্রহের রয়েছে নিজস্ব রং সেই রং নির্ভর করে তত্ত্বর উপর। সেই তত্ব অনুসারে নির্বাচন হয় রত্ন কারন রত্ন মানেই পার্মানেন্ট কালার।
রবি মানেই অগ্নি তত্ব অগ্নি মানেই লাল তাই রবির রত্ন চুনি। বাকি গ্রহ দের ক্ষেত্রেই এই পদ্ধতি প্রযোজ্য।এই রং রশ্মী হিসেবে আমাদের দেহে প্রবেশ করে। আমাদের সুক্ষ দেহ কেও প্রভাবিত করে।
বিজ্ঞান ও বলে সঠিক রঙের ব্যবহার দেহজ্যোতি বৃদ্ধি করে কর্মশক্তিপূর্ণ করে তোলে। বিভিন্ন পদ্ধতিতে রং ব্যবহার করা যায়। যেমন পোষাক থেকে বাস্তু যে রং আপনার জন্য শুভ সেই রং ধারণ করলে আপনার জীবনে শুভ প্রভাব পড়তে বাধ্য।
বাস্তুর ক্ষেত্রে দিক অনুসারে গ্রহের রং মিলিয়ে সঠিক রং নির্বাচন করতে পারলে বাস্তু দোষ থেকে নিরাপদ থাকা যায়। যেমন দক্ষিণ দিকের অধিপতি মঙ্গল অর্থাৎ অগ্নি তত্ব মানে লাল রং। দক্ষিণ দিকে যদিও আপনার রাশি চক্র বিশ্লেষণ করে লাল রং দিয়ে সাজানো যায় আপনার জীবনে তার প্রভাব পরতে বাধ্য।
নিজের রাশি বা লগ্ন সাপেক্ষে বাড়ি গাড়ি পোশাক সব কিছুর রং নির্বাচন করা উচিৎ। তবে এক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেয়া শ্রেয়। ভুল রং দুঃখর কারন হতে পারে।
ভালো থাকুন। সঙ্গে থাকুন। আবার লিখবো যথা সময়ে। ধন্যবাদ।