নারী দিবসের শুভেচ্ছা

122

জ্যোতিষী শ্রী অনিকেত

সনাতন ধর্মে নারীকে যে স্থান বা গুরুত্ব দেয়া হয়েছে তা বিশ্বে নজির বিহীন।

দেবী উপনিষদ, দেবী মাহাত্ম্য ও দেবীভাগবত পুরাণে নারীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে।

শাস্ত্র মতে সরস্বতী, জ্ঞানের দেবী, লক্ষ্মী, সম্পদের দেবী আবার দেবী দুর্গার প্রতিরক্ষাত দায়িত্বে আছেন।

বেদে নারী শক্তিকে সদা মঙ্গলময়ী স্বরূপ বলা হয়েছে। আবার চন্ডী অনুসারে আদ্যা শক্তি মহামায়া সব নারীতে বিরাজমানা।

স্বামী বিবেকানন্দ বলতেন যতদিন না ভারত নারী শক্তিকে মান্যতা দেবে, প্রাপ্য সন্মান দেবে ততদিন দেশের উন্নতি সম্ভবনা। তিনি বিশ্বাস করতে নারী শক্তি যোগ্য হয়ে নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম হবে।

আজ নারী দিবসে নারী শক্তিকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। শুভ নারী দিবস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here