সবাইকে জানাই হোলির শুভেচ্ছা ও অভিনন্দন

111

জ্যোতিষী শ্রী অনিকেত

প্রকৃতির দেয়া শ্রেষ্ঠ উপহার গুলির একটি হলো রং। যে রং দিয়ে আমরা জ্যোতিষীরা কালার থেরাপি করি তাও এই প্রকৃতির ই দেয়া। গ্রহের সাথে রং মিলিয়ে সৃষ্টি হয়েছে রত্ন যা ধারণ করেগ্রহ গত সমস্যা দূর হয়।

আবার মানুষের জীবনের প্রতিটা আবেগ এবং অনুভূতির সাথে সম্পর্ক রয়েছে রঙের। শোক মানে সাদা। ত্যাগ মানে গেরুয়া। প্রেম মানে লাল।

আসলে রং ছাড়া জীবন কল্পনা করার যায়না। আজ সেই রঙের উৎসব। পাশাপাশি অশুভ শক্তি কে পরাজিত করে শুভ কে আপন করে নেয়ার দিন আজ।

আসুন সবাই হোলির আনন্দে মেতে উঠি। আসুন আজ আগামী দিনের জন্য রঙিন স্বপ্ন দেখা শুরু করি।হোলির শুভেচ্ছা রইলো সবার জন্য। ভালো থাকুন সুস্থ্য থাকুন। নমস্কার।