189

শনি শিঙ্গাপুর দর্শন

শ্রী অনিকেত

মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ তীর্থ স্থান গুলির মধ্যে আছে
শিঙ্গাপুর গ্রামে অবস্থিত শনি দেবের মন্দির। জ্যোতিরলিঙ্গ দর্শনের আজকের গন্তব্য এই বিখ্যাত এবং নানা কারনে রহস্যময় শনি শিঙ্গাপুর।

শিঙ্গার পুর মহারাষ্ট্রের এমন এক গ্রাম যেখানে গ্রহরাজ শনিদেবই শেষ কথা।গ্রামবাসীদের বিশ্বাস যদি কেউ চুরি করেন বা কোনও অসৎ কাজ করেন তাহলে তাকে দন্ড দেবেন স্বয়ং শনিদেব।মামলা মোকদ্দমা ফাঁসা, পথ দুর্ঘটনা, মৃত্যু বা ব্যবসায় ক্ষতি সহ নানা দুর্ভাগ্য তাঁর পরিবারে নেমে আসবে।

শনিদেবের প্রতি এইখানকার মানুষের এমন  আস্থা যে এখানে সহজে কোনো অপরাধ সংগঠিত হয়না। এমনকি এই শিঙ্গাপুরের মানুষ শনিদেবকে এতটাই মানেন যে তার হাতে নিজেদের নিরাপত্তার দায়িত্ব সমর্পন করে তারা এতটাই নিশ্চিন্ত যে বাড়ির দরজায় তালা চাবি দেয়ার প্রয়োজনও তারা মনে করেননা।

শোনা যায় প্রায় ৩০০ বছর আগে গ্রামের প্রান্তে পানাস্নালা নদীতে একটা কালো পাথর ভেসে এসেছিল। পাথরে লাঠি দিয়ে আঘাত করায় সেখান থেকে রক্তক্ষরণ হতে শুরু করেছিল।পরবর্তীতে গ্রামের প্রধানকে স্বপ্ন দিয়েছিলেন স্বয়ং শনি দেবতা এবং তিনি বলেন ভেসে আসা ওই পাথর তাঁরই মূর্তি। পাথরটাকে যেন গ্রামে প্রতিষ্ঠা করা হয়।

স্বপ্নাদেশ অক্ষরে অক্ষরে পালন করা হয়। স্থপিত হয় গ্রহরাজের মন্দির। তার পর থেকে এই গ্রামের সাথে জুড়ে যায় শনিদেবের নাম।সত্যি এই স্থানে এলেই এক অদ্ভুত রোমাঞ্চ অনুভূত হয়। আজ গ্রহ রাজের কৃপা ধন্য এই পবিত্র স্থানে এসে আমি ধন্য।গ্রহরাজের চরনে আমার প্রণাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here