ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা

124

জ্যোতিষী শ্রী অনিকেত

আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স
ডে। এই ভ্যালেন্টাইন্স ডের একটা সংক্ষিপ্ত কিন্তু বেশ রোমাঞ্চকর ইতিহাস আছে।

ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচারের অভিযোগে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস ২৬৯ সালে  তাকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি দায়িত্ব প্রাপ্ত কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা বেড়ে যায়। আর তাই তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল।মৃত্যু দন্ডর পর তার সমাধির পাশে লাগানো হয় একটি আলমন্ড গাছ যে গাছটি ক্রমশঃ স্থানীয় মানুষ বিশেষ করে তরুণ তরুণীদের কাছে ভালোবাসার প্রতীক হয়ে ওঠে|

পরবর্তীতে ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১মজুলিয়াস ভ্যালেন্টাইন’স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন’ দিবস ঘোষণা করেন|

যদিও আমাদের ভারতীয় সংস্কৃতিতে পাশ্চাত্য সংস্কৃতির ন্যায় ভ্যালেন্টাইন্স ডে পালন কতোটা যুক্তিযুক্ত সেই নিয়ে কিছু দ্বিমত বা বিতর্ক চিরকালই আছে। তবে প্রেম একটা আবেগ যে আবেগ কোনো দেশ কাল সীমানার গণ্ডী মানেনা।

ভালো থাকুন। ভালোবাসুন |সবাইকে জানাই ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা|জীবনের প্রতিটি দিন প্রেম ময় হোক। হোক আনন্দময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here