হ্যাপি হাগ্ ডে

134

জ্যোতিষী শ্রী অনিকেত

যদিও শুরুটা হয়েছিলো একটু অন্য ভাবে, প্রথম বার হাগ্গিং ডে বা আলিঙ্গন দিবস পালন হয়েছিলো 21 এ জানুয়ারি 1986 পরে অবশ্য প্রেমের সপ্তাহে আলাদা করে এই দিন পালন করা শুরু হয়…

এই হাগ্ বা আলিঙ্গন যে সব সময় বাহ্যিক হতে হবে তাও নয়, অন্তরের উষ্ণতা ও আন্তরিকতা থাকলে দৈহিক দূরত্বকেও জয় করা যায়…

এখন 12ই ফেব্রুয়ারী অর্থাৎ আজকের দিনে বিশ্বজুড়ে পালন হয় হাগ্ ডে বা আলিঙ্গন দিবস,শুধু প্রেমিক প্রেমিকা নয় নিজের কাছের মানুষ, প্ৰিয় মানুষকে বুকে টেনে নিয়ে আজ সম্পর্ককে আরো মধুর আরো মজবুত করে নেয়াযায়।

সব শেষে বলি এই আলিঙ্গন বিষয় টা আমাদের বঙ্গ সংস্কৃতি তে বেশ প্রাচীন বিজয়ার কোলাকুলি থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময়, আবেগ প্রবন বাঙালির আবেগের বহিঃপ্রকাশ আলিঙ্গনের মাধ্যমে সামনে আসে… আর মিষ্টি মুখ এবং উপহার বিনিময় তো আছেই..

সবাইকে আলিঙ্গন দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here