প্রপোস ডের শুভেচ্ছা

129

জ্যোতিষী শ্রী অনিকেত

চলছে ভালোবাসার সপ্তাহ, কাল রোজ ডের পর আজ প্রপোস ডে অর্থাৎ প্রেম নিবেদনের দিন।

আজ আটই ফেব্রুয়ারী দিনটিকে অত্যন্ত শুভ হিসেবে ধরা হয় আর যেহেতু এই দিন টি ভ্যালেন্টাইন্স উইক এ পড়ে তাই মূলত প্রেম নিবেদনের দিন হিসেবে দেখা হয় তবে  যে কোন সুউদ্দেশ্য নিয়ে করা কাজ  এ দিন নাকি সফল হবেই|সে কারণেই বিশ্বব্যাপী এই দিনটিকে প্রোপোজ ডে হিসেবে পালন করা হয়|

তবে আর সংশয় কিসের, মন খুলে নিজের প্ৰিয় মানুষটিকে মনের কথা বলুন, সমস্যা কে ভয় পাবেননা, নিজের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা কে প্রশ্রয় দেবেন না, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান।আপনার উদ্দেশ্য যদি সৎ হয়। ভালোবাসা যদি হয়। চিন্তার কোনো কারন নেই।

গতকাল আপনি শুধু রোজ ডে পালন করে থাকেন তাহলেও ক্ষতি নেই আজও আরেকটি গোলাপ ব্যবহার করতে পারেন, অবশ্য অন্য কোনো সুন্দর উপহার হলেও চলবে।

প্রপোজ ডের শুভেচ্ছা রইলো সবার জন্য।ভালো থাকুন।প্রান খুলে প্রপোজ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here