হ্যাপি চকলেট ডে

151

শজ্যোতিষী শ্রী অনিকেত

চকলেট ডেতে প্রেমিক যুগল একে অপরকে চকোলেট দিয়ে নিজের সম্পর্ককে আরও মজবুত ও মিষ্টি করে তোলার অঙ্গীকার করেন তবে আমাদের ভারতীয় সংস্কৃতিতে সর্বদাই শুভ কোনো কাজ শুরু করার আগে মিষ্টি খাওয়ানোর রীতি। তাই শুধু চকলেট কেনো শুভ কাজ যেকোনো মিষ্টি দিয়েই শুরু হতে পারে।তবু চকলেট মানে একটা আলাদা ইমোশন একটা আলাদা নস্টালজিক ব্যাপার।

সীমাহীন ও অক্ষয় ভালোবাসার প্রতীক চকোলেট।তাই আজকের দিনটা অর্থাৎ  ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিন চকোলেট ডে হিসেবে পালিত হয় গোটা বিশ্ব জুড়ে|

তবে অনেকের কাছে ৯ ফেব্রুয়ারি শুধু নয়, আগামী ৭ জুলাই ‘বিশ্ব চকোলেট দিবস’। আবার মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ সেপ্টেম্বরকে ‘ইন্টারন্যাশনাল চকোলেট ডে’-র মর্যাদা দিয়েছে|

এমনকি বিশ্বের অনেক দেশে বিভিন্ন স্বাদের ও বর্ণের চকলেটের জন্যে আলাদা আলাদা  দিনকে চকলেট ডে হিসেবে পালন করার রীতিও চোখে পড়ে যেমন ১০ জানুয়ারি, দুধের স্বাদের চকোলেটের দিন – ২৮ জুলাই, সাদা রঙের চকোলেটের দিন – ২০ সেপ্টেম্বর, টুকরো টুকরো আকারের চকোলেটের দিন – ১৫ মে, আইসক্রিম চকোলেটের দিন – ৭ জুন, চকোলেট মিল্ক শেকের দিন – ১২ সেপ্টেম্বর, যে কোনও উপকরণ দিয়ে সাজানো চকোলেটের দিন – ১৬ ডিসেম্বর,

আজকের দিনে নিজের প্ৰিয়জনকে চকলেট দেয়া মানে সম্পর্ককে চকলেটের ন্যায় মধুর করা|
ভালো থাকুন, মধুর হোক আপনার সম্পর্ক|
সবাইকে জানাই হ্যাপি চকলেট ডে|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here