রোজ ডের শুভেচ্ছা

128

জ্যোতিষী শ্রী অনিকেত

নানা রঙের গোলাপ ও তার নানারকম ব্যবহার। আর প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টিকে আজ শ্রদ্ধা জানানো হয় রোজ ডে সেলিব্রেট করার মধ্যে দিয়ে।

সৌন্দর্য ও ভালবাসার প্রতীক হল লাল গোলাপ। আবার ভালবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ আবার কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা। কমলা গোলাপ দিয়ে আবেগ, উত্সাহ, উদ্দীপনার প্রতীক হিসেবে ধরা হয়। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের অর্থাৎ বন্ধুত্বের  প্রতীক হলুদ গোলাপ। অর্থাৎ রং ও উদ্দেশ্য অনুসারে গোলাপ নির্বাচন করতে হয়।

আজ সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে রোজ ডে, এবং রোজ ডে দিয়েই শুরু হয় ভালোবাসার সপ্তাহ পালন যারা সমাপ্তি হবে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে।

একজন পেশাদার জ্যোতিষী হিসেবে বলবো শুধু প্রেম নয় প্রেম সংক্রান্ত ভুল বোঝাবুঝি বা সমস্যা দূর করতে ফেংশুই মতে বেড রূপে এক জোড়া লাল বা গোলাপি গোলাপ রাখলে ভালো ফল পাওয়া যায়|গোলাপি বর্ণের রোজ কোয়ার্টজ ধারণ করলেও প্রেম সংক্রান্ত সমস্যায় ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়।

আপনাদের সবাইকে জানাই হ্যাপি রোজ ডে। প্রতিটি সম্পর্ক হোক গোলাপের মতো সুন্দর।
ভালো থাকুন। ভালোবাসায় থাকুন। নমস্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here