শুভ স্বরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা

133

জ্যোতিষী শ্রী অনিকেত

এমন সংযোগ খুব কমই হয় আজ গোটা দেশ তথা বাংলা জুড়ে মহা সমারোহে পালিত হবে সরস্বতী পুজো আবার আজই দেশের প্রজাতন্ত্র দিবস দিনটি আধ্যাত্মিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ দেশের ইতিহাস এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিথেকে গুরুত্ব অপরিসীম|

দেবী সরস্বতী আমাদের সনাতন ধর্মের বৈদিক দেবীদের অন্যতম, তিনি জ্ঞান ও বিদ্যার দেবী তাই যারা শিক্ষা ও সৃজনশীল কাজের সাথে যুক্ত তারা ওধিক উৎসাহ ও ভক্তি সহকারে সরস্বতী বন্দনায় নিয়োজিত থাকেন আজকের দিনে|

সরস্বতীর জন্ম হয়েছে ধ্যান মগ্ন ব্রহ্মার মুখ থেকে, এবং স্বয়ং ব্রহ্মাই তাকে শিক্ষা ও সৃজনশীল কাজের দেবী রূপে দায়িত্ব দেন, তিনি সরস্বতী অর্থাৎ তিনি সর্বদা ও সর্বত্র আছেন ঠিক যেমন জ্ঞান, তার বাহন রাজ হংস  ও জ্ঞানের মতোই সব স্থানে অর্থাৎ জলে স্থলে এবং আকাশে স্বমহিমায় বিরাজমান|আজকে এই তিথিতেই ব্যাসদেব তার বদ্রিকা আশ্রমে দেবীকে তপস্যা করে তুষ্ট করে তার দর্শন পেয়ে ছিলেন ও পূজা করে ছিলেন|

প্রজাতন্ত্র দিবস নিয়ে অনেক কথাই বলা যায়,
তবে সংক্ষেপে স্বাধীনতার পর 1950  সালের 26 এ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে কার্যকর হয় স্বাধীন ভারতের লিখিত সংবিধান|সহজ করে বললে 15 ই আগস্ট দেশের জন্মদিন এবং 26 এ জানুয়ারি দেশের সর্বভৌত্বর প্রতীক সংবিধানের জন্মদিন|

সবাইকে জানাই সরস্বতীপুজো ও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here