সুভাষ জয়ন্তীর শুভেচ্ছা

136

জ্যোতিষী শ্রী অনিকেত

যদিও বহু বাঙালি মনীষী আমাদের জাতিকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন একাধিক বার তবু যে দুজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বকে আমিও সর্বাধিক শ্রদ্ধা করি তাদের একজন স্বামী বিবেকানন্দ ও অন্যজন নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং ঘটনাচক্রে একই মাসে এই দুই মহারথীর জন্মদিন|ব্যাবধান খুবই সামান্য দিনের|

ভারতের শতকোটি মানুষের কাছে নেতাজী সুভাষচন্দ্র বসু এক জীবনদর্শনের নাম। যার অন্তর্ধান আজও রহস্য দেশবাসীর কাছে। তবে তাঁর জন্মদিন নিয়ে কোনও দ্বিমত নেই।

নেতাজি শুধু কোনো রাজনীতিবিদ বা স্বাধীনতা সংগ্রামী নন, তিনি আমার কাছে একটি আদর্শ একটি জীবন দর্শন, যে আদর্শ আপোষহীন সংগ্রাম শেখায়, মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়…

তাঁর মৃত্যু দিন একদিন হয়তো জানা যাবে, হয়তো অনেক রহস্য থেকেই পর্দা উঠবে একদিন তবে এই বীর বঙ্গ সন্তানের কোনো মৃত্যু নেই, তিনি অমর, আমাদের মনে,আমাদের অন্তরে তিনি তিনি চিরকাল জীবিত এবং রাজার আসনে বিরাজমান|ভারতকে জানতে ও চিনতে হলে যেমন বিবেকানন্দকে জানতে হবে তেমনই দেশের স্বাধীনতার লড়াই ও  সংগ্রামের ইতিহাস জানতে চাইলে সুভাষকে জানতে হবে|

আজ সোমবার তেইশে জানুয়ারি,
২০২৩ সারা দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দলনের অন্যতম কাণ্ডারী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী|
জন্মদিনে এই মহামানব কে জানাই আমার প্রনাম ও শ্রদ্ধা|জয় হিন্দ, বন্দে মাতরম|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here