জ্যোতিষী শ্রী অনিকেত
বাস্তু শাস্ত্র মতে আপনার বাড়ির জমি|আপনার বাড়ির চারপাশের রাস্তা,জলাশয়, মন্দির, গাছ বা বিদ্যুৎ এর খুঁটি – এসবই আপনার বাড়ি ও আপনার জীবনের উপর প্রভাব ফেলে, ঠিক তেমনই বাড়ির মধ্যে রাখা জিনিস পত্রও আপনাকে প্রভাবিত করে, যেমন আপনার আয়না|আয়না বা দর্পন বাস্তু শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ|
ভারতীয় বাস্তু বা ফেঙশুই, দুই শাস্ত্রই বলে মূল দরজার ঠিক সামনে আয়না লাগানো ঠিক নয়। এর ফলে আমাদের ঘরে আসা পজিটিভ এনার্জি নষ্ট হয়ে যায়।যার ফল ভুগতে হয় আমাদের|
আয়না কোন দিকে থাকবে সেটাও গুরুত্বপূর্ণ ঘরের দক্ষিণ ও পশ্চিম দিকে আয়না রাখা উচিত নয়। এতে ঘরের পরিবেশ দূষিত হয়। বাড়িতে বসবাসকারী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।
সুস্বাস্থ্য অর্জন করতে এবং শান্তিতে ঘুমাতে হলে শোওয়ার ঘরে আয়না না রাখা উচিত। বিশেষ পরিস্থিতিতে যদি শোওয়ার ঘরে আয়না লাগাতে হয়, তবে তা বিছানার সামনে রাখা উচিত নয়।
বিছানায় ঘুমানোর সময় শরীরের কোনও অংশ আয়নায় দেখা গেলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়ে। মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘায়ু পেতে বেড রুমে ভুল দিকে আয়না লাগানোর ক্ষেত্রে সতর্ক থাকুন|
বাস্তু শাস্ত্র মতে ঘরে আয়না রাখার জন্য সঠিক জায়গা হচ্ছে উত্তর, পূর্ব বা উত্তর-পূর্ব দিক। এতে সারা বাড়িতে শুভ বা ইতিবাচক শক্তি প্রতিফলিত হয় এবং যার ফলে সম্পদ, শান্তি ও সৌভাগ্য লাভ|হয়|
এমন আরো অনেক বাস্তু সংক্রান্ত আলোচনা নিয়ে ফিরে আসবো|পড়তে থাকুন|নমস্কার|