আজ মকর সংক্রান্তি,বাঙালির পিঠে পুলি পায়েস খাওয়ার দিন, তবে শুধু তাই নয়, আধ্যাত্মিক জগৎ ও জ্যোতিষ শাস্ত্রে দিনটির গুরুত্ব অপরিসীম
জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে,
এই দিন ভগবান শঙ্করের উদ্দেশ্যে গঙ্গার জল উত্সর্গ করুন জীবনের অনেক বাঁধা বিপত্তি কেটে যাবে, পারলে গঙ্গার জলে বেলপাতা এবং পদ্ম ফুল রেখে ভোলেনাথকে অর্পণ করুন আর্থিক উন্নতি ও চাকরি সংক্রান্ত সমস্যা দূর হবে|এই বিশেষ তিথিতে গঙ্গার পবিত্র জল গৃহে এনে স্থাপন করুন রোগ ভোগ ও অশাম্তি আপনার জীবন থেকে দুরে থাকবে|তবে এক্ষেত্রে গঙ্গাজল গৃহে উত্তর-পূর্ব কোণে রাখুন|ভালো ফল পাবেন|
শাস্ত্র অনুসারে আজ কপিল মুনির আশ্রম সংলগ্ন সাগরে এসে মিশেছিলেন মা গঙ্গা এবং ভগীরথের পূর্ব পুরুষরা কপিল মুনির অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলো সেই পবিত্র গঙ্গা জলের স্পর্শে|মানুষের বিশ্বাস এই তিথিতে গঙ্গা স্নান করলে মুক্তি মেলে সকল পাপ থেকে, পাওয়া যায় আধ্যাত্মিক শান্তি এবং মোক্ষ|
পৌষ পার্বন আবার আমাদের কাছে একটা সামাজিক মিলন উৎসব ও বটে আবার গ্রাম বাংলায় এই দিনে পীঠে পুলি খাওয়ার রেয়াজ বহু দিনের|গঙ্গাসাগর ও কুম্ভ মেলায় লক্ষ্য লক্ষ্য মানুষ আসেন এই বিশেষ তিথিতে গঙ্গায় ডুব দিয়ে পাপ খণ্ডন করতে বা মোক্ষ লাভ করতে|মানুষের সাথে মানুষের মিলন, এই তো যেকোনো উৎসবের শেষ কথা|
শাস্ত্র মেনে মকর সংক্রান্তি পালন করুন, আনন্দ করুন স্বপরিবারে |সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|