আগেই বলেছি ইংরেজি মতে জন্মদিন পালনের থেকে তিথি অনুসারে স্বামীজীর জন্মতিথি পালনে আমি বেশি জোর দিই|আজ স্বামীজীর জন্ম তিথিতে তার শৈশবের একটি ঘটনা স্মরণ করবো|
ছোটবেলা থেকে নরেন ছিল শিবের ভক্ত পরবর্তীতেও তার এই শিব ভক্তি বার বার ধরা পড়েছে তার প্রতিব্রাজক জীবনে|ছেলে বেলায় তিনি শিব ঠাকুরের পুজো করতেন, শিবের সামনে বসে ধ্যান করতেন|
তার জীবনীতে আছে একদিন বিলে ও তার বন্ধুরা বসে ধ্যান ধ্যান খেলছিল। হঠাৎ একটি সাপ এসে হাজির হয় তাদের সামনে। সাপের ফোঁস শুনে তার বন্ধুরা চোখ খোলে এবং প্রকাশ্য দিবালোকে সাপ দেখে খুব ভয় পেয়ে যায়।
সাথে সাথে তারা আসন ছেড়ে উঠে পালিয়ে যায়। দরজার বাইরে থেকে তারা নরেনকেও ডাকাডাকি করতে থাকে। কিন্তু ধ্যানমগ্ন নরেনের মধ্যে উঠে আসার কোনোও প্রবণতা না দেখতে পেয়ে তারা সেখান থেকে চলে যায়|
ধ্যান মগ্ন স্বামীজীকে কিছুক্ষন প্রদক্ষিণ করে সাপ ও চলে যায় কিছু পরে|এই ঘটনা অলৌকিক কি জানিনা তবে এতে স্বামজির একাগ্রতা ও তার অটুট আস্থা প্রকাশ পায় নিঃসন্দেহে যা আজীবন তার ব্যাক্তিত্বতে দেখা গেছে|
আজ জন্মতিথিতে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি জানাই এই বীর সন্ন্যাসী ও আমার অধ্যায়ত্মিক গুরুকে|ভালো থাকুন|নমস্কার|