যদিও আমি মূলত আনুষ্ঠানিক ভাবে স্বামীজীর জন্মতিথি পালন করে থাকি, তবু আজ স্বামীজীর ইংরেজি ক্যালেন্ডার মতে জন্মদিনটি নিয়েও দুচার কথা বলি…
রবীন্দ্রনাথ তাই যথার্থই বলেছেন ” ভারত কে জানতে হলে বিবেকানন্দ পড়তে হবে ” শুধু তাই নয় পুত্র রথীন্দ্রনাথ কে তিনি বিবেকানন্দকে জানার ও পড়ার পরামর্শও দিয়েছেন, এতেই বোঝা যায় স্বামীজী আমাদের জন্য কতোটা স্থান দখল করে আছেন|
যেটা আমায় সব থেকে ভাবায় তা হলো তার মধ্যে নীতিবাচক কিছু নেই, নেগেটিভ কিছু নেই, পুরোটাই ইতিবাচক, পসিটিভ আর এই শক্তি আমাদের আজও পথ দেখায়,আমি যে নিজের মতো করে মানুষকে মোটিভেট করার চেষ্টা করি সেটাও স্বামীজীর অনুপ্রেরণায়|
ঠাকুর বলতেন নরেন শিক্ষা দেবে, তাই করেছিলেন নরেন, হয়ে উঠেছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ট শিক্ষকদের অন্যতম আবার তিনি বীর সন্যাসী, তিনি যুগ নায়ক, আমার মতে তিনি আজকের আধুনিক ভারতের রূপকার, তিনিই ভারতের অন্তর আত্মা কে নিজের অন্তরে উপলব্ধি করেছিলেন, হয়ে উঠেছিলেন ভারতের একটি ক্ষুদ্র সংস্করণ|তাই সেকালে বিপ্লবীদের সাথে থাকতো গীতা এবং বিবেকানন্দর লেখা|
আজ স্বামী বিবেকানন্দর জন্ম দিবস এবছর সারা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হবে স্বামীজীর জন্মদিন এবং দিনটি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুবদিবসের স্বীকৃতি পেয়ে|আপনাদের সবাইকে আমার তরফ থেকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা এবং জন্মদিনে স্বামীজীর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য|