জ্যোতিষী শ্রী অনিকেত
কথায় বলে মাথার উপর ছাদ আছে, মানে ছাদ হলো নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতীক, সেই ছাদ বাস্তু শাস্ত্রেও খুবই গুরুত্বপূর্ণ, বাড়ির বাস্তু শাস্ত্র সম্মত হলেও ছাদ যদি ত্রুটি পূর্ণ থাকে শুধু গৃহে বসবাসকারী সদস্যদের স্বাস্থ্যের উপরই খারাপ প্রভাব পড়ে তাই নয় ধন–সম্পদের দেবী লক্ষ্মীও ক্রুদ্ধ হন এবং সর্বদা অর্থের ক্ষতি হয়।
বাস্তু অনুসারে ছাদে মরচে পড়া লোহা, আবর্জনা, ক্যাকটাস ইত্যাদি রাখবেন না, তাতে বাস্তু দোষ হয়, ছাদে কীট পতঙ্গ বাসা করলে বা অবাঞ্ছিত উদ্ভিত জন্মানো ভালো নয়|ছাদ পরিষ্কার পরিছন্ন এবং ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখুন|জলের ট্যাংক ঠিক জায়গায় রাখুন|ছাদ আপনার সমগ্র বাস্তুকে পসিটিভ এনার্জি দেবে|
যাদের ছাদ বাস্তু সম্মত নয়|ছাদের উত্তর পূর্বে তুলসী গাছ|উত্তরে মানি প্লান্ট রাখুন|ছাদের মাঝ খানে পারলে একটি পিরামিড যন্ত্র রাখুন|বাস্তু দোষ দূর হবে|
আবার বাস্তু নিয়ে লিখবো যথা সময়ে|বাস্তু সংক্রান্ত পরামর্শ বা প্রতিকারের জন্য যোগাযোগ করুন|ভালো থাকুন|