বাস্তু শাস্ত্র ও ব্রহ্মস্থান

127

জ্যোতিষী শ্রী অনিকেত

বাস্তু শাস্ত্রে বাস্তুর প্রতিটি দিক এবং স্থানের আলাদা তাৎপর্য আছে যার মধ্যে ব্রহ্মস্থান অন্যতম|বাস্তুদেবতার বা বাস্তু পুরুষের নাভি হলো ব্রহ্ম স্থান|জমি বা বাড়ির কেন্দ্র স্থলকেই ব্রহ্ম স্থান বলা হয়|আপনি কতোটা সুখী এবং সমৃদ্ধশালী হবেন তার অনেকটাই নির্ভর করে আপনার বাড়ির ব্রহ্মস্থান কতোটা ত্রুটি মুক্ত তার উপরে|

ব্রহ্মস্থানকে কী ভাবে রাখলে বাস্তু দেবতা প্রসন্ন হবেন আসুন দেখে নিই – ব্রহ্ম স্থানে জুতো বা ডাস্টবিন রাখা যাবে না।কূয়ো খনন করা চলবে না বা সেপ্টিক ট্যাঙ্ক করা চলবে না।পুরো ফাঁকা রাখতে হবে|অপরিষ্কার খাওয়ার থালা-বাসন বা ভারী জিনিস ওখানে আনা যাবে না।

ব্রহ্ম স্থান ফাঁকা রাখতে হবে, হোম যজ্ঞ বা প্রার্থনার জন্য ব্যাবহার করা শ্রেয়|ব্রহ্ম স্থানে শ্রী যন্ত্র পিরামিড যন্ত্র বা তুলসী গাছ থাকলে সব থেকে ভালো হয়|

শাস্ত্রে আছে -‘ সুখ মিচ্ছন ব্রহ্মস্থানং যত্নাদ্রক্ষেদ্র গৃহী গৃহান্তসৃং’ অর্থাৎ গৃহের নির্ভর করে ব্রহ্ম স্থানের উপর| গৃহে অশান্তি, দারিদ্রতা, আইনি সমস্যা থাকলে অবশ্যই কোনো বাস্তুবিদকে দিয়ে আপনার ব্রহ্ম স্থান পর্যবেক্ষণ করান ও প্রয়োজনে প্রতিকার নিন|ভালো থাকুন |পড়তে থাকুন|