জ্যোতিষী শ্রী অনিকেত
ভারতীয় জ্যোতিষ শাস্ত্র ও তন্ত্র শাস্ত্র অনুসারে যুগ যুগ ধরে জিবনের গ্রহগত অশুভ প্রভাব কে দূর করার এবং জটিল সমস্যা সমাধানে যে পদ্ধতি অবলম্বন করা হয়ে আসছে তা মূলত তান্ত্রিক পন্থা মেনেই হয়ে থাকে|সেক্ষেত্রে সময় ওতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বদা|
সেরকমই এক গুরুত্বপূর্ণ সময় আগামীকালের এই বকুল অমাবস্যা বা পৌষ অমাবস্যা|পৌষমাসের এই বিশেষ অমাবস্যা তিথিকে বলা হয় ‘বকুল অমাবস্যা’৷ পৌরাণিক শাস্ত্র অনুযায়ী অমাবস্যা নিয়ে বহু কথা রয়েছে ৷ আর পৌষমাসের এই অমাবস্যার গুরুত্ব এবং মাহাত্ম্যও প্রচুর|সংক্ষেপে বলতে গেলে বলতে হয় পুরাকালে এই দিনটিতে গরিব ও অসহায় মানুষদের দান ধ্যান করা হতো|
দুঃস্থদের খাদ্য, অর্থ,জামাকাপড়, শীতবস্ত্র দান করলে গ্রহরে মারাত্মক কুপ্রভাব দূর হয় বলে মনে করা হতো|
যারা দাম্পত্য জীবন বা প্রেম সংক্রান্ত সমস্যায় আছেন তারা এই অমাবস্যায় শাস্ত্র মেনে প্রতিকার নিলে নিশ্চিত ও স্থায়ী সমাধান পেয়ে থাকেন বলে মনে করা হয়|নিজেও ব্যাক্তিগত ভাবে এই সত্য উপলব্ধি করেছি বহুবার|বকুল অমাবস্যা শুক্রের প্রতিকার ও রুদ্রাক্ষ শোধন এবং যন্ত্র স্থাপনের বা রত্ন প্রসস্থ তিথি|
আগামী কাল মুক্তেস্বরী মায়ের মন্দিরে বিশেষ পুজো হোম ও রত্ন এবং রুদ্রাক্ষ শোধন হবে|আপনারা চাইলে নিজেদের সমস্যা নিয়ে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়|সবাইকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাই|ধন্যবাদ|