প্রনাম ভক্তিপ্রাণা মাতাজী

128


শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মঠের চতুর্থ অধ‍্যক্ষা পরমপূজ‍্যা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজী দেহ রেখেছেন| তাঁর প্রয়াণ অক্ষরিক অর্থেই একটা যুগের অবসান কারন ২০১৭ খ্রিষ্টাব্দের ১৮ই জুন শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের পঞ্চদশ সঙ্ঘগুরু পরমপূজ‍্যপাদ শ্রীমৎ স্বাম আত্মস্থানন্দজী মহারাজের দেহত‍্যাগের পর শ্রীরামকৃষ্ণ মঠে আর শ্রীশ্রীঠাকুরের সাক্ষাৎ সন্তানদের আশ্রিত কোন সন্ন্যাসী বা সন্ন্যাসীনী অবশিষ্ট রইলেন না|


শ্রীরামকৃষ্ণ-সারদাপদে নিবেদিতপ্রাণ যে আটজন ১৯৫৩ খ্রিষ্টাব্দে ব্রহ্মচর্য এবং ১৯৫৯ খ্রিষ্টাব্দে সন্ন‍্যাস লাভ করেছিলেন, শ্রীসারদা মঠের সেই প্রবর্তকদের মধ‍্যেও তিনিই ছিলেন সর্বশেষ। তাঁর ইহলোক ত‍্যাগ করায় তাই দুই দিক থেকেই দু’টি যুগের অবসান ঘটল। আমরা হারালাম এক পরম ভরসার আশ্রয় ও সংঘ হারালো তাঁর এক নিবেদিত প্রান সর্ব ত্যাগিনী সন্ন্যাসিনী|
ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্ন‍্যাসী সন্তান এবং চতুর্থ সঙ্ঘগুরু পরমপূজ‍্যপাদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের কাছে মন্ত্রদীক্ষা লাভে ধন‍্যা ভক্তিপ্রাণা মাতাজী ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২৭-এ ডিসেম্বর শ্রীশ্রীমাতাঠাকুরাণীর শততম আবির্ভাবতিথিতে সপ্তম সঙ্ঘগুরু পরমপূজ‍্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজী মহারাজের কাছে ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন। তার পাঁচ বছর পরে ১৯৫৯ খ্রিষ্টাব্দের পয়লা জানুয়ারি মাঠাকুরাণীর শতোত্তর পঞ্চম আবির্ভাব তিথিতে সেই শঙ্করানন্দজীর কাছেই তিনি সন্ন‍্যাসব্রতে দীক্ষিতা হ’ন।আজীবন তিনি ঠাকুর ও মা সারদা মা ও স্বামীজীর আদৰ্শ কে এগিয়ে নিয়ে গেছেন এবং নিজেকে উৎসর্গ করেছেন শিবজ্ঞানে জীব সেবায়|


পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজী শ্রীরামকৃষ্ণলোকে প্রয়াণ করলে ২০০৯ খ্রিষ্টাব্দে তিনি শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের চতুর্থ অধ‍্যক্ষার পদে আসীন হ’ন। শতবর্ষ অতিক্রম করে কোভিড অতিমারীকে তুচ্ছ করে তিনি ভক্তদের কৃপাধারায় অভিসিঞ্চিত করে যাচ্ছিলেন। তাঁর সুদক্ষ পরিচালনায় ও তপস্যায় কলকাতায় মাতৃভবন ১০ শয‍্যার প্রসূতিসদন থেকে ১০০ শয‍্যার অত‍্যাধুনিক পূর্ণাঙ্গ হাসপাতালের রূপ লাভ করে যা আজ অসংখ্য মানুষের সেবা ব্রতী রয়েছে|


গত রাতে অর্থাৎ ১১ই ডিসেম্বর, ২০২২ রাত্রি ১১:২৪-এ তিনি ১০২ বছর ০২ মাস বয়সে এই মরজগৎ ত‍্যাগ করে শ্রীরামকৃষ্ণলোকে প্রয়াণ করলেন।শ্রীসারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মঠের চতুর্থ অধ‍্যক্ষা পরমপূজ‍্যা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজীর উদ্দেশ্যে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রনাম ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। ওঁম শান্তি|জয় শ্রীশ্রী রামকৃষ্ণ|জয় শ্রী শ্রী মা সারদা|