বাস্তুশাস্ত্র ও জানলা

142

ভারতীয় বাস্তু শাস্ত্রে গৃহ নির্মাণ সংক্রান্ত যে বিজ্ঞান সম্মত তথ্য আছে তাতে দরজা ও জানলাকে বাড়তি গুরুত্ব দেয়া হয়েছে|জানলা ও দরজার সঠিক দিশা সঠিক, পদ্ধতিতে ব্যবহার এবং তাদের আকার আয়তন সবই বাড়ির বাসিন্দাদের জীবন কে প্রভাবিত করে|আজ আলোচনা করবো বাড়ির জানলা নিয়ে|

বাস্তু শাস্ত্র মতে, বাড়ির পূর্ব দিকে থাকা উচিৎ। পূর্ব দিকে জানলা সংসারের জন্য শুভ। শাস্ত্র মতে, পূর্ব দিকে জানলা থাকলে সূর্যরশ্মি  সেই দিক দিয়ে ঘরে প্রবেশ করে এবং পসিটিভ এনার্জি প্রদান করে|

শাস্ত্র মতে, দিনের প্রথম রশ্মি ঘরে প্রবেশ করলে সংসারে উন্নতি ঘটে, পরিবারের সকলের সম্মান বৃদ্ধি হয়। সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে। এছাড়াও, মনে করা হয় সূর্য দেবের আশীর্বাদ সব সময় আপনার পরিবারের ওপর থাকবে এই দিকে জানলা থাকলে। রবি গ্রহের দোষ ও দূর হয়|

বাড়ি তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়ির জানলা সব সময় জোড় সংখ্য়ায় হওয়া উচিত। যেমন- ৪ টি বা ৬টি। বিজোড় সংখ্যার জানলা বাস্তুর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অশুভ|

বাস্তু মতে, ঘরের জানলা খোলা বা বন্ধের সময় যাতে কোনও শব্দ না হয় সে দিকে নজর রাখা উচিত। আসলে, জানলা বা দরজা খোলা ও বন্ধের সময় অস্বস্তিকর শব্দ মানসিক শান্তি বিঘ্নিত করে এবং বাস্তু দোষ সৃষ্টি হয়|

জানলার আকার ও আয়তন দরজার থেকে ছোটো হওয়া উচিৎ|যাদের জানলা সঠিক ভাবে নেই এবং বাস্তুকে অশুভ ভাবে প্রভাবিত করছে তারা কিছু যন্ত্র বা মন্ত্র ব্যবহার করে অথবা পুনর্নির্মাণ করে বাস্তু দোষ দূর করতে পারেন|সেক্ষেত্রে একজন অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞর পরামর্শ নেয়া শ্রেয়|

আগামী পর্বে বাস্তু সংক্রান্ত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো|ভালো থাকুন|যোগাযোগ রাখুন|পড়তে থাকুন|আবার লেখা নিয়ে ফিরবো যথা সময়ে|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here