জ্যোতিষ এবং বিশেষ করে তন্ত্র জগতে প্রতিটি অমাবস্যাই গুরুত্বপূর্ণ|যাদের বিশেষ প্রতিকার গ্রহনের প্রয়োজন আছে তারা যেমন এই অমাবস্যা তিথিকে কাজে লাগাতে পারেন তেমন প্রত্যেকেই অমাবস্যা তিথিতে কিছু বিশেষ উপাচার বা শাস্ত্রীয় বিধি পালন করে ভালো ফল পেতে পারেন|
অমাবস্যা তিথিতে ভগবানের আরাধনা করা উচিত। নিতান্তই মন্দিরে যেতে না পারলে বাড়িতে বসে ভগবানের আরাধনা করুন এবং গঙ্গা স্নান করার সুযোগ থাকলে গঙ্গা স্নান করে চন্দ্রদেবকে প্রনাম করুন ও চন্দ্রের বীজ মন্ত্র মনে মনে স্মরণ করুন|
অমাবস্যার দিন খুব বেশি দূরে যাত্রা করা উচিত নয়। মধ্যযুগে ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যায় দূর দেশের কাজ গুলি বন্ধ করে রাখা হতো।গৃহ এই দিন পরিষ্কার রাখবেন এবং কোনো রকম খৌর কর্ম এই তিথিতে করবেনা না|
সম্ভব হলে আমিষ খাবার বর্জন করা উচিত বলে অনেকে মনে করেন। অনেকেই পূর্ণিমা এবং ভালোবাসা দিন উপোস করেন। পুরোপুরি উপোস না করলেও অনেকে এই দিন আমিষ খাবার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করা উচিৎ এবং সন্ধ্যে বেলায় গৃহের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন|যাদের গৃহে দক্ষিনা কালী প্রতিষ্ঠিতা আছেন তারা এই দিন দেবীর পুজো করুন শাস্ত্র মতে অথবা মন্দিরে গিয়ে দেবীর কাছে নিজের মনোস্কামনা জানান|
আগামী কাল অমাবস্যা|পারলে নিয়মগুলি মেনে চলুন|যেকনো জ্যোতিষ ও তন্ত্র সংক্রান্ত সমস্যা নিয়ে চাইলে যোগাযোগ করতে পারেন|ভালো থাকুন|জয় মা মুক্তেস্বরীর জয়|