শিশু দিবসের শুভেচ্ছা

141

জ্যোতিষী শ্রী অনিকেত

শিশু দিবসের ইতিহাস খুব একটা প্রাচীন নয় তবে ভারতে শিশু দিবস পালনের ইতিহাস বেশ ঘটনাবহুল ও বৈচিত্রপূর্ন|সারা বিশ্বে  ১ জুন, পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। কিন্তু আজ অর্থাৎ ১৪ নভেম্বর প্রতি বছর ভারতে ‘শিশু দিবস’ পালিত হয়|

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ছোটদের সঙ্গে সময় কাটাটে খুব ভালোবাসতেন।১৯৬৪ সালের ২৭ মে জওহরলাল নেহেরুর মৃত্যুর পর, তাঁর শিশুদের প্রতি অগাধ স্নেহ ও ভালোবাসার জন্য, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ১৪ নভেম্বর, তাঁর জন্মদিনে স্বাধীন ভারতে পালিত হবে শিশু দিবস।
নেপোথ্যে অবশ্যই জাতীয় কংগ্রেসের বড়ো ভূমিকা ছিলো|

তার কিছু আগে ১৯৫৪ সালের ২০ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসাবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ।অর্থাৎ দিনটি বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালিত হয়|তবে উদ্দেশ্য এক|শিশু সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের সামাজিক গুরুত্বকে স্বীকৃতি দেয়া|

সব শিশুদের জানাই শিশু দিবসের শুভেচ্ছা ও অনেক আদর|তোমরাই দেশের ভবিষ্যত|তোমরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো|