শুভ রাস পূর্ণিমা

122

আজ রাস পূর্ণিমা।কার্তিক মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়|ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই পূর্ণিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে মনে করা হয়।

শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এভাবেই শুরু হয় রাস লীলা।
শোনা যায় রস থেকেই নাকি রাস শব্দের সূচনা হয়েছিল। প্রথম নবদ্বীপে এই উৎসব পালিত হয়। ।

পুরান অনুসারে, এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত।আবার এই তিথিতেই  ভগবান শ্রী হরি বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন।

সারা বিশ্ব জুড়ে আজ পালিত হচ্ছে রাস পূর্ণিমা। আজকের দিনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর পূজা করলে তাদের আরাধনা করলে পাওয়া যায় তাদের বিশেষ কৃপা লাভ হয়|

আপনাদের সবাইকে জানাই রাস পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা|ভালো থাকুন|সুস্থ থাকুন|রাধে রাধে| জয় শ্রী কৃষ্ণ|