আগামী ৮ নভেম্বর কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা সেদিনই আবার রয়েছে গ্রহণ গ্রহণের সময় চাঁদ অবস্থান করবে বৃষ রাশিতে|
রাস পূর্ণিমা মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত একটি হিন্দু ধর্মীয় বাৎসরিক উৎসব যা বৈষ্ণব সহ সব সনাতন ধর্মের মানুষের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব|
শাস্ত্র মতে কার্তিক মাসে বিষ্ণু মৎস্য রূপে নদীতে বাস করেন। তাই কার্তিক মাসের পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এদিন বিষ্ণুর আশীর্বাদে অক্ষয় পুণ্য লাভ করা যায়|
রাস পূর্ণিমায় বিষ্ণুর মৎস্য রূপের পুজো করুন। তুলসী পাতা অর্পন করুন। পাশাপাশি এদিন নদীর ধারে দীপদান করা উচিত|
রাস পূর্ণিমা ও গ্রহণ একত্রে থাকায় জ্যোতিষ বা তন্ত্র জগতে বিশেষ মাহাত্ম রয়েছে এই রাস পূর্ণিমা তিথির|যারা অর্থনৈতিক বা প্রেম, বিবাহ, অথবা দাম্পত্য জীবনের কোনো জটিল সমস্যায় রয়েছেন তার বিশেষ এই তিথিতে শাস্ত্র মতে প্রতিকার গ্রহনের মাধ্যমে স্থায়ী ও নিশ্চিত সমাধান লাভ করতে পারেন|
যেকোনো সমস্যা নিয়ে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন|আশা করি হতাশ হবেনা না|বিশদে জানতে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করুন|সবাইকে রাস পূর্ণিমার শুভেচ্ছা|ভালো থাকুন|জয় শ্রী কৃষ্ণ|