ছটা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন

155

যদিও আসলে চারদিনের উৎসব তবে কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে ছট পূজার প্রধান দিন বলে মনে করা হয়। সেই অর্থে আজ 30 অক্টোবর পালিত হবে ছট পুজো|সন্ধ্যায় সকল প্রস্তুতি ও আয়োজনের পর বাঁশের ঝুড়িতে অর্ঘ্য সাজানো হয় এবং অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদনের জন্য পরিবার ও পাড়ার সকলে উপোস সহ ঘাটের দিকে রওনা হয়।

যদিও বাঙালি পরিবারে ছট পূজোর জনপ্রিয়তা সেই ভাবে নেই তবে ছট সমস্ত সনাতন ধর্মাবলম্বী দের কাছে পবিত্র উৎসব|প্রতিবছর রীতি মেনে  পবিত্র কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দীপাবলির শেষে শুরু হয় পুজোর  প্রস্তুতি। কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চারদিন ধরে চলে ছটপুজো বছরে দুবার পালিত হয় ছট। প্রথমবার চৈত্র মাসের এবং দ্বিতীয়বার কার্তিক মাসে। পারিবারিক সুখ-সমৃদ্ধির জন্য নারী-পুরুষ নির্বিশেষে এই পুজোর ও ব্রত পালন করেন। 

তিথি মেনে শুক্ল পক্ষের চতুর্থীতে শুরু হয়েছে ছট উৎসব। চার দিনের এই উৎসবের আজ তিরিশে অক্টোবর মূল দিন। আজকেই দিনেই অস্ত যাওয়া সূর্যকে পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হবে। চার দিনের এই উৎসবে ষষ্ঠী তিথিই গুরুত্বপূর্ণ দিন।


আজ, সূর্য প্রনাম করুন, সূর্য মন্ত্র জপ করুন, সম্ভব হলে নিরামিষ খান এবং সূর্য দেবকে ফুল মিষ্টি ও ফল দিয়ে অর্ঘ নিবেদন করুন|পারলে গঙ্গা স্নান সেরে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন |আপনাদের সবাইকে জানাই ছট পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here