দীপাবলীর শুভেচ্ছা

144

ভারতবর্ষ যে কত বৈচিত্রপূর্ন দেশ তা আমাদের উৎসবগুলি দেখলে বেশ বোঝা যায়|দীপাবলী দেশের নানা প্রান্তে আলাদা আলাদা কারনে ও ভিন্ন ভিন্ন রীতিতে পালন হয়

ধনতেরাসের পরদিন অর্থাৎ কাল ছিলো  ভূত চতুর্দশী৷ বাংলা লোকেরা বিশ্বাস করেন এই সময় তাঁদের ১৪ পুরুষের প্রেতাত্মারা নেমে আসেন মর্ত্য়ে৷ তাই অনেকেই দিন পিতৃপুরুষের উদ্দেশ্য়ে তর্পণ করেন৷ চোদ্দ শাক খাওয়া ও সারা রাত ১৪ প্রদীপ জ্বালিয়ে রাখার নিয়ম৷যা নিয়ে কাল লিখেছিলাম|এই দিন শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার হাতে নিহত হন নরকাসুর৷ তাই এই দিনকে নরক চতুর্দশীও বলা হয়৷

বাঙালির দুর্গাপূজা মূলত চারদিনের উৎসব হলেও সারা দেশে নবরাত্রি উৎসব চলে নয় দিন ধরে, তেমনই বাংলায় কালী পুজো একদিন হলেও
উৎসব পর্ব শুরু হয় ত্রয়োদশী থেকে৷ অর্থাৎ দিন ধনতেরাস দিয়ে|

মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতে চতুর্দশীর দিন পালন করা হয় ছোটি দিওয়ালি৷ আজ দিওয়ালি৷ সারা রাত কালীপুজো ও আলোর উৎসব নিয়ে মাতবে সবাই৷বাড়িতে বাড়িতে চলছে লক্ষী-গণেশ পুজোর প্রস্তুতি৷

বিশ্বাস করা হয় এই দিন ১৪ বছর বনবাসে কাটিয়ে ঘরে  ফিরেছিলেন রাম৷ তাই রামচন্দ্রের পথ আলোকিত করতেই অমাবস্য়ার রাত সেজে উঠেছিল আলোয়৷ এই দিন সুখ সমৃদ্ধির জন্য় একসঙ্গে তাই লক্ষী-গণেশ পুজো করা হয়৷

আজ দীপান্বিতা অমাবস্যায় কালী পুজো হয় গোটা বাংলায়, তন্ত্র সাধনা, শক্তি সাধনার শ্রেষ্ঠ রাত এই অমাবস্যা, আমার গৃহ মন্দিরে মা মুক্তেশ্বরীর পুজো হবে আজ|সেই সংক্রান্ত তথ্য পরে জানাবো সবাইকে জানাই শুভ দীপাবলী ও কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা|ভালো থাকুন|নমস্কার জানিয়ে আজ বিদায় নিলাম|