ধনতেরাসের শুভেচ্ছা

151



বছরে হাতে গোনা কয়েকটি তিথি থাকে যেগুলিতে কিছু সহজ উপাচার বা কিছু বিশেষ পদ্ধতি অবলম্বন করলে সারা বছরের জন্যে সৌভাগ্য অর্জন করা যায়, ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত ঠিক এমনই এক গুরুত্বপূর্ণ সময়|


পূরাণ অনুযায়ী জানা যায়, ধরতেরসে আবির্ভূত হন ধন সম্পত্তির দেবতা কুবের এবং তারই সঙ্গে আশীর্বাদ করেন দেবী লক্ষ্মীও। দুই দেবতার পুজো করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। ঘর ভরে ওঠে সুখ, সম্পদ ও শান্তিতে|


ধন তেরাসের দিন গায়েত্রী মন্ত্র ১০৮ বার জপ করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। এই মন্ত্র জপ করার সময় পদ্মবীজের মালা ব্যবহার করলে ভাল হয়।ধন তেরাস থেকে টানা দীপাবলী অবধি ভক্তিভরে লক্ষ্মী দ্বাদশ স্তোত্র ১২ বার উচ্চারণ করলে ঋণমুক্তি ঘটে।দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ।এই দিন লাল, সাদা বা হলুদ রংয়ের একটি পরিষ্কার কাপড়, একটি রুপোর পাত্র অথবা মাটির পাত্রের উপর রাখতে হয় এই শঙ্খ এবং দেবী লক্ষীকে নিবেদন করতে হয়, এই শঙ্খের মধ্য দিয়েই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয়।বলা হয়, সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে। আবার অন্য একটি মত অনুযায়ী, দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে এই দিন প্রদীপ জ্বাললে তুষ্ট হন মা লক্ষ্মী।


সব শেষে বলবো যাদের জন্মছকে কোনো গ্রহগত সমস্যা রয়েছে, যাদের বিশেষ প্রতিকার ধারন প্রয়োজন অথবা তন্ত্র মতে কোনো বিশেষ সমস্যার সমাধান চান তারা ধনতেরাস থেকে দীপাবলী এই গুরুত্বপূর্ণ সময়ে প্রতিকার করালে বা এই তিথিতে শোধন শোধন করানো প্রতিকার ধারন বা গ্রহন কোরকে অনেক দ্রুত ও ভালো ফল আশা করতে পারেন|


ধনতেরাসের শুভেচ্ছা জানাই সবাইকে|ভালো সুস্থ থাকুন|ধন্যবাদ|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here