জ্যোতিষশাস্ত্র ও দীপান্বিতা অমাবস্যা

317

সামনেই দীপান্বিতা অমাবস্যা|আগামী 24 অক্টোবর সেই বহু প্রতীক্ষিত কালী পুজোর রাত|তন্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে এই অমাবস্যা তিথির গুরুত্ব বলতে গেলে অনেক কথাই বলতে হয়|দেবী লক্ষী এবং দেবী কালী একসাথে পূজিতা হন এই তিথিতে|শাস্ত্র মতে এটি অলক্ষী বিদায়ের মাধ্যমে সৌভাগ্য লক্ষীকে স্বাগত জানানোর সময়|

শাস্ত্র মতে গ্রহের প্রতিকার বা বিশেষ তন্ত্র ক্রিয়ার দ্বারা কোনো জটিল সমস্যাথেকে মুক্তি পেতে এই তিথিকে বেছে নেয়া হয়|এবছর আবার দুটি গুরুত্বপূর্ন গ্রহের সঞ্চার রয়েছে দীপান্বিতা অমাবস্যার আগে আগামী ১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্য প্রবেশ করবেন। উল্লেখ্য জ্যোতিষে সূর্যকে গ্রহের রাজা আখ্যা দেওয়া হয়। তুলা রাশিতে সূর্য নীচস্থ থাকেন।পরেরদিন অর্থাৎ ১৮ অক্টোবর অর্থ বৈভবের দাতা শুক্র রাশি পরিবর্ত ঘটাবেন। এদিন শুক্র নিজের মূল ত্রিকোণ রাশি তুলা প্রবেশ করবেন। এখানে সূর্যের সঙ্গে শুক্রের যুতি হবে।

বিশেষ কিছু রাশির ক্ষেত্রে এই সঞ্চার যেমন শুভ তেমনই কিছু রাশির ক্ষেত্রে অশুভ|তবে সঠিক ভগ্য বিচার ও প্রতিকারের মাধ্যমে অনেক সমস্যা দুর করা যায়|প্রয়োজন সঠিক জ্যোতিষ পরামর্শ তার সাথে প্রতিকার|

আপনাদের মুক্তেস্বরী মায়ের মন্দিরে যথারীতি দীপান্বিতা অমাবস্যা তিথিতে বিশেষ হোম যজ্ঞ গ্রহ দোষ খণ্ডন অনুষ্ঠান আয়োজিত হবে|প্রয়োজনে নির্দ্বিধায় যোগাযোগ করুন|ভালো থাকুন|ধন্যবাদ|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here