দামোদর মাসের তাৎপর্য

388


শুরু হচ্ছে দামোদর মাস বা কার্তিক মাস, সনাতন ধর্মে বিশেষ করে বৈষ্ণব শাস্ত্রে এই মাসের গুরুত্ব অপরিসীম|আসুন আজ সহজ ভাষায় জেনে নিই দামোদর মাসের আধ্যাত্মিক গরুত্ব|
দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ হন বলে শাস্ত্রে আছে|
স্কন্দ পুরাণে উল্লেখ আছে
“অব্রতেন ক্ষিপেদ যন্ত মাসং দামোদর –প্রিয়ম ।
তির্যগমোনীমবাপ্ লোতি সর্ব ধর্ম বহিস্কৃতঃ ।।
স ব্রহ্মহ স গোঘ্নশ্চ স্বর্ণস্তেয়ী সদানুতী ।
নকরোতি মুণিশ্রেষ্ঠ যো নঃ কার্ত্তিকে ব্রতম ।।”
অর্থাৎ হে মুণিশ্রেষ্ঠ নারদ! ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্তিক মাস যে ব্যক্তি বীণা নিয়মে অতিবাহিত করে সে সর্বধর্ম বহিস্কৃত নিচ যোনী প্রাপ্ত হয়ে থাকে।যে ব্যক্তি কার্ত্তিক ব্রত পালন করে না, সে ব্রহ্মঘাতী, গো ঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে|
দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি,বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুন্ঠ লাভ বা মুক্তি লাভ হয়।সম্ভব হলে এই মাসে নিরামিষ আহার গ্রহণ করা উচিৎ এবং অন্তত পক্ষে একটি প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন|সব শেষে বলবো এই যতটা সম্ভব হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন|যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন তারা এই মাসে প্রতিকার গ্রহন করতে পারেন তার কারন যেকোনো শুভ কাজের জন্য এই মাস শ্রেষ্ট|
শাস্ত্রীয় আরো অনেক এমন বিষয় নিয়ে লিখতে থাকবো|ভালো থাকুন|পড়তে থাকুন|
নমস্কার জানিয়ে শেষ করছি|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here