শুভ বিজয়া

115

আজ বিজয়া দশমী, আবার একবছর আমাদের অপেক্ষা করতে হবে দেবী দূর্গার মর্তে আগমনের জন্যে|দশমী’ কথাটির সাধারন অর্থ খুবই সহজবোধ্য। আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে পিতৃ গৃহ ছেড়ে কৈলাসে স্বামীগৃহে পাড়ি দেন দেবী। সেই কারণেই এই তিথিকে ‘বিজয়া দশমী’ বলা হয়।

শুক্লা দশমীতেই রাম রাবণকে বধ করেন। রাবণের বিরুদ্ধে যুদ্ধে রামের জয়লাভকেও চিহ্নিত করে বিজয়া দশমী।

আমাদের মহাভারতেও এই বিশেষ তিথিটির উল্লেখ রয়েছে। ১২ বছর বনবাস ও এক বছর অজ্ঞাতবাসের শেষে পাণ্ডবরা আশ্বিন মাসের শুক্লা দশমীতেই তাদের অস্ত্র পুনরুদ্ধার করেন এবং নিজেদের পরিচয় ঘোষণা করেন।

যাদের গৃহে দূর্গা পুজো হয় বা যারা দশমী পুজোয় যোগ দেবেন তারা দশমী পুজো হয়ে যাওয়ার পর মা দুর্গার ঘটের কাছ থেকে একটি পদ্মফুল নিয়ে এসে হলুদ কাপড়ে মুড়ে বাড়ির দক্ষিণ-পুর্ব কোণে ঝুলিয়ে দিন।দশমী পুজোতে যারা অঞ্জলি দেবেন তারা  অঞ্জলি দেওয়ার সময় সাদা বা নীল অপরাজিতা ফুল নিবেদন করুন ভালো ফল পাবেন|

আশা করি পুজো আপনাদের ভালো কেটেছে|সবাইকে জানাই বিজয়ার শুভেচ্ছা|ভালো থাকুন|নমস্কার|