সারা দেশে বিশেষত হিন্দী বলয়ে নয় দিন ব্যাপী নব রাত্রি পালিত হয় অন্যদিকে বাংলায় দুর্গাপুজো চারদিনের উৎসব শুধু তাই নয় বাঙালীর কাছে দুর্গাদেবী নন, তিনি ঘরের মেয়ে উমা কিন্তু কেনো আমরা চারদিন পুজো করি সেই উত্তর শাস্ত্রেই রয়েছে|
ষষ্ঠীর দিন সকালে অনেক জায়গাতেই বোধন হয়| সন্ধ্যায় হয় আমন্ত্রণ অধিবাস। এরপর সপ্তমীর দিনটাকেই মূলত প্রথমদিনের পুজো বলে ধরা হয়|
সপ্তমীর দিন সকালে দশভুজা, মহাতেজরূপীণী এক মহাদেবী কাত্যায়নি ঋষির আশ্রমে আবির্ভুতা হন।অষ্টমীরদিন দেবীকে অস্ত্র প্রদান করে রণসাজে সজ্জিত করেন দেবতারা। সেই কারণে, এই দিনটিতে অস্ত্রের পুজো হয়|নবমীর দিন দেবীদুর্গার জয় কামনায় যজ্ঞ করেন দেবতারা। সেই কারণে দুর্গাপুজোয় নবমীতে যজ্ঞের বিধান|দশমীর সকালে মহিষাসুরকে বধ করেন দেবীদুর্গা, অর্থাৎ দেবীদুর্গা বিজয়ী হন।
দশমীতে অশুভ শক্তিকে পরাজিত করে দেবী বিদায় নেন|আবার আমাদের পরের বছরের জন্য প্রতীক্ষা শুরু হয়|
শাস্ত্র মতে পুজোয় যোগদান করুন|আনন্দ উপভোগ করুন|আপনাদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|