পৃথিবীর প্রায় সব ধর্মে এবং ধর্ম গ্রন্থে বিভিন্ন রকম প্রতীক ব্যাবহার হয়|যার কিছু ব্যাখ্যা করা যায় আবার কিছু আছে আজও রহস্য দিয়ে ঢাকা সঠিক অর্থ ও ব্যাখ্যা আজও পাওয়া যায়নি|তবে সনাতন ধর্ম অনেক বেশি শাস্ত্র ও তথ্য নির্ভর তাই সঠিক ভাবে খুঁজলে সব প্রশ্নের ই উত্তর পাওয়া যায়|ঠিক যেমন ” কালচক্র ” প্রতীকটি সম্পর্কে নিম্ন লিখিত তথ্য গুলি পাওয়া যায়|
সময়ের চাকা” বা “কালচক্র” প্রতীকটি সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধৰ্মতে একাধারে জনপ্রিয়|বৌদ্ধ ধর্মে এই কাল চক্র একটি ধারাবাহিক বৌদ্ধ শাস্ত্রসমূহের নাম এবং ভারতীয় বৌদ্ধধর্ম ও তিব্বতি বৌদ্ধধর্মের একটি প্রধান অনুশীলন পরম্পরা যা হাজার বছরের প্রাচীন|
কালচক্র এই নিখুঁত সৃষ্টির প্রতীক যা বুদ্ধের শিক্ষাকে উপস্থাপন করে।সনাতন ধর্মে কালচক্র চাকাটির আটটি অংশ যা সময়ের নির্দেশকে চিহ্নিত করে এবং প্রত্যেকেই কোনও দেবতার দ্বারা শাসিত হয়।প্রাচীন সনাতন রীতি অনুসারে অলৌকিক ভাবে শক্তিশালী এই প্রতীক যা পৃথিবীর সমস্ত মানুষকে নিরাময় এবং শান্তি দেয়।
আদি অনন্ত কাল ধরে প্রবাহমান সময় তার সর্বগ্রাসী ক্ষমতাকে উপস্থাপন করে এই চাকা|
তাই আমাদের মন্দিরে, ভাস্কর্যে এবং প্রাচীন গুহা গুলিতে আজও এরা স্বমহিমায় বিরাজমান এবং হয়তো আগামী দিনে কাল চক্র নিয়ে আরো অনেক নতুন কথা জানা যাবে|
আবার লিখবো অন্য কোনো বিষয় নিয়ে|পড়তে থাকুন ভালো থাকুন|নমস্কার|