দেবশিল্পী বিশ্বকর্মাকে আমাদের বাস্তু শাস্ত্রের জনক বলা যায় কারন, পুরাণে অনুসারে,চারটি বেদের মতো যে চারটি উপবেদও আছে।অর্থাৎ আয়ুর্বেদ, ধনুর্বেদ, গান্ধর্ববেদ এবং স্থাপত্যবেদ। এই শেষ উপবেদটি স্থাপত্যবিদ্যা বা বাস্তুবিদ্যার রচয়িতা হলেন বিশ্বকর্মা। মনে করা হয়, তিনিই বিশ্বব্রহ্মাণ্ডের প্রধান এবং প্রথম বাস্তুকার।
বিষ্ণুর সুদর্শন চক্র, শিব এর ত্রিশূল, কুবের এর অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি – এই সব কিছুই তিনি তৈরি করেছেন। পুরীর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছেন বলে মনে করা হয়|
বিশ্বকর্মা যে শুধু কর্মে সুদক্ষ তা নয়, তিনি বেশ কিছু গ্রন্থও লিখেছে।বিশ্বকর্মার রচিত স্থাপত্যশিল্প বিষয়ক গ্রন্থটির নাম “বাস্তুশাস্ত্রম”, যা আধুনিক ভারতীয় বাস্তু শাস্ত্রের উৎস বলে চিহ্নিত|
আজ বিশ্বকর্মা পুজো, প্রনাম জানাই দেব শিল্পী বিশ্বকর্মার চরনে|আপনাদের জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|নমস্কার|