সনাতন ধর্মের অজানা কথা – নাগ

199


সনাতন ধর্মের সাথে বিভিন্ন প্রানী ও প্রকৃতির রয়েছে গভীর সম্পর্ক|যার মধ্যে নাগ এমন এক প্রতীক যা আমাদের পুরান থেকে মহাকাব্য সবেতেই উপস্থিত|রামায়ণের নাগপাশ থেকে সমুদ্র মন্থননের রজ্জু নাগেরা প্রধান ভূমিকায়|


শাস্ত্রে বর্ণিত নাগা- সাপ বা নাগা ‘কুণ্ডলিনী শক্তি’ এবং মহাজাগতিক শক্তির প্রতীক এবং নাগ পাশ জন্ম মৃত্যুর আবর্তকে উপস্থাপন করে।
প্রাচীন কাল থেকেই, নাগা বা সর্প উপাসকদের গোষ্ঠীর প্রতিনিধি হলেন ভূগর্ভস্থ পাতালের এর শাসক।তার রাজত্ব নাগ লোক নামেও পরিচিত|বিষ্ণুর অনন্ত সজ্জা রয়েছে শেষ নাগের উপর আবার শিবের জটায় রয়েছেন বাসুকি স্বয়ং|


জ্যোতিষশাস্ত্রে রাহু কেতুর অশুভ সংযোগকে কাল সর্প বলা হয় আবার বাস্তু শাস্ত্রে নাগ প্রতিককে ব্যবহার ও করা হয় নানা ভাবে|


বাংলার লৌকিক দেবী মনসা তো নাগেদের দেবী যাকে নাগ কুল রক্ষা করার জন্য ও মানুষকে নাগেদের হাত থেকে বাঁচানোর জন্য পুজো করা হয় সারা বছর|
নাগকে কেন্দ্র করে রয়েছে অসংখ্য অলৌকিক মিথ এবং মিথ আজও পদ্মনাভ স্বামী মন্দিরের বন্ধ দরজায় পাহারা দিচ্ছে খোদাই করা নাগের প্রতিচ্ছবি|শোনা যায় কান পাতলে নাকি ভেতরে নাগের হিস হিস গর্জন ও শোনা যায়|


আবার লিখবো অন্য কোনো বিষয় নিয়ে|পড়তে থাকুন ভালো থাকুন|নমস্কার|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here