সনাতন ধর্মের অজানা কথা – শিব লিঙ্গ

156

শিব আমাদের সনাতন ধর্মে দেবাদিদেব অর্থাৎ দেবতাদের আরাধ্যা দেবতা|তিনি আবার সংহার কর্তা|যেকোনো অসম্ভব কাজ তার মাধ্যমে সম্পন্ন হয়|হলাহল পান থেকে গঙ্গা কে জটায় ধারন তিনি ত্রাতা হয়ে দেখা দেন|শিব লিঙ্গ নিয়ে বহু বিভ্রান্তি আছে|তার কিছু আজ দুর করবো বলেই লেখা|

শিব লিঙ্গ- শিব হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্ম সত্বার একটি প্রতীকচিহ্ন। ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়|শিবলিঙ্গ ৩টি অংশ নিয়ে গঠিত, সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্ম পিঠ, মাঝখানের অংশ বিষ্ণুপিঠ এবং সবার উপরের অংশ শিব পিঠ|

শিব আত্মধ্যানে স্ব-স্বরূপে লীন থাকেন। আর সব মানুষকেও আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন।শাস্ত্রে আছে “লয়ং যাতি ইতি লিঙ্গম্”- অর্থাৎ যাঁর মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয়, তাই লিঙ্গ। শিব লিঙ্গের উপরে ৩টি সাদা দাগ থাকে যা শিবের কপালে থাকে, যাকে ত্রিপুণ্ড্র বলা হয়।

শিবলিঙ্গ শিবের আদি-অন্তহীন সত্ত্বার প্রতীক এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপবিশেষ।আবার লিঙ্গ শব্দটি বাসস্থান অর্থেও ব্যাবহার হয়|অর্থ্যাৎ শিবের আবাস স্থল|

শিব লিঙ্গ কে পুরুষাঙ্গ বা গোপন অঙ্গ ভাবলে ভুল হবে শিব লিঙ্গের আধ্যাত্মিক তাৎপর্য ও অন্তরনিহিত অর্থ আরো গভীর|তাই বাস্তু শাস্ত্রে ও জ্যোতিষ শাস্ত্রে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে পবিত্র এই প্রতিক যা আমাদর আরাধ্য ও পূজনীয়|