পদ্ম শুধু শুধু ভারতের জাতীয় ফুল হয়নি, এর পেছনে অনেক কারন আছে, পদ্মের সাথে সনাতন ধৰ্মর রয়েছে গভীর ও তাৎপর্যপূর্ন সম্পর্ক|
হিন্দু ধর্মের ত্রিমূর্তির অন্যতম দেবতা সৃষ্টি কর্তা ব্রহ্মা সর্বদা পদ্মের উপরে ধ্যান করেন এবং বিষ্ণু, গণেশ এবং পার্বতীর মতো বহু হিন্দু দেবদেবীদের হাতে শোভা পায় পদ্ম|সামনেই দুর্গাপুজো যাতে অপরিহার্য উপকরন এই পদ্ম ফুল|
পদ্ম ফুল সনাতন সংস্কৃতি, শিষ্টাচার এবং ভারতের পবিত্রততার প্রতীক|পদ্মের শিকড় পাঁকে থাকলেও পদ্ম নিজে পরিষ্কার থাকে। পদ্মের এই দিকটি নির্দেশ করে যে কীভাবে মানুষের এই পৃথিবীতে বাঁচতে হবে, অবিচ্ছিন্নভাবে কাজ করুন তবে কাজের সঙ্গে এবং তার সঙ্গে সংযুক্ত থাকবেন না।দেহ ও মন থাকবে পবিত্র ও ঈশ্বর ভক্তিতে পরিপূর্ন|
বাস্তু শাস্ত্রে ক্রিস্টাল এর পদ্ম বা রোজ কোয়ার্টাজ এর পদ্ম খুবই গুরুত্বপূর্ণ প্রতিকার হিসাবে প্রতিষ্ঠিত|
সনাতন ধর্মের এরকম জানা অজানা নানা বিষয় নিয়ে লেখা লেখি চলবে|ভালো থাকুন|নমস্কার|